Header Ads

Shubhapallaba free eMagazine and online web Portal
  • Latest Post

    জন্মান্তরের বন্ধন


    জীবন যেখানে যেমন
    তুমিও রয়েছ তেমন;
    সময়ের আহ্বানে
    নিঃসর্গতার বেড়াজাল ছিন্ন করে।

    দিন যায়, সন্ধ্যা নামে, রাত আসে
    প্রকৃতি, জীবনকে ভালোবেসে
    স্মৃতি রোমন্থন পর্ব নামক অতীতকে ঘিরে
    দুর্ধর্ষ সংগ্রামে লিপ্ত এ মন, প্রাণ।

    অম্ল মধুর সাংসারিক বন্ধন থেকে
    এড়িয়ে যাবার নেই কোন অভিলাষ কিংবা অবকাশ
    পঞ্চ ইন্দ্রিয়ের পারস্পরিক সংযোগে আবদ্ধ
    অনাগত উজ্জ্বল ভবিষ্যতের অমূল্য সন্ধানে লিপ্ত এই আমিত্ব।

    তুমি আছো, আমি আছি - জীবনেরই কাছাকাছি,
    ভালোবেসে, স্বর্গীয় ভালোবাসায়
    ক্রম বহমান ধারার অববাহিকায় অমৃত বয়ে চলে
    ভাণ্ডারের সন্ধানে নিষ্কলুষ চিত্তে।

    আসা-যাওয়ার পালায়
    সম্মুখ সমরে বাঁধার বিন্ধ্যাচলে
    হয়তোবা বলে উঠবেন জীবন নাটকের নাট্যকার
    এতদিন কোথায় ছিলেন?

    প্রিয় সুধীজন, করবে না কেউ গুণকীর্তন
    পড়ে রয়েছ মগডালে কিংবা
    ব্যথারই আড়ালে, পর্দার অন্তরালে
    নিজেকে গুটিয়ে, একান্তই সঙ্গোপনে।

    - সুব্রত রায়
    রচনাকাল: ২২ জানুয়ারি, ২০২০

    No comments

    Post Top Ad

    Shubhapallaba Hindi Portal

    Post Bottom Ad

    Shubhapallaba Punjabi Portal